স্টাফ রিপোর্টার:
সারাদেশে নকশাবহির্ভূত যত ভবন আছে সেগুলোর বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
তিনি সতর্ক করে বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারাদেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে, নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় রাজউক জোনাল অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মো. রিয়াজুল ইসলাম বলেন, ঢাকাসহ সব নগরীকে তিলোত্তমা নয়, বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ ও নকশাবহির্ভূত ভবন চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। ঝুঁকিপূর্ণ ভবনের অফিসিয়ালি তালিকা করবে ডিসি অফিস। আমরা যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করছি অত্যন্ত দুঃখের বিষয় যে, এর অধিকাংশই সরকারি ভবন। এ নিয়ে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের পুরান ঢাকায় অসংখ্য ভবন রয়েছে। যেসব ভবন বর্তমানে অত্যন্ত দুর্যোগপ্রবণ। আমরা ওইসব ভবনের মালিকদের বলেছি, যদি তারা ভবন ভেঙে ব্লক দিয়ে তৈরি করেন তাহলে ভালো প্রণোদনা পাবেন। বিভিন্ন অভিযানে এখন থেকে আমরা যৌথ ম্যাজিস্ট্রেট পাঠাবো।
ভবনের প্ল্যান পাস করা সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো ভবনের প্ল্যান পাস করতে চাইলেই থার্ড পার্টির কাছে ছুটে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন আর থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ বর্তমানে অনলাইনের মাধ্যমে রাজউকের প্ল্যান পাস করা যায়।
এসময় উপস্থিত ছিলেন রাজউকের যুগ্ম সচিব ড. মো. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথরাইজ অফিসার এফআর আশিক আহমেদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।