বৈষম্য বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়নসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
আজ বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের সাথে সাথে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শামীম ওসমান। বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে শামীম ওসমান, তার ছেলে অয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় কমপক্ষে ৫০টির বেশি মামলা রয়েছে।
এই মামলার দীর্ঘদিন পর অয়ন ওসমানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করে আদালত।