সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ৬নং ওয়ার্ডের (এস.ও) ইউনিটের উদ্যোগে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে এসওরোড বাসস্ট্যান্ড জামে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নাসিক ৬ নং ওয়ার্ড (উত্তর) জামায়াতে ইসলামীর সভাপতি আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর শুরা ও কর্ম পরিষদের সদস্য বশিরুল হক ভূঁইয়া। আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল তানযিমুল উম্মাহ দাখিল মাদ্রাসা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা শুরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা শোয়াইব আহমাদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা নায়েবে আমীর মো: আব্দুল গফুর, শুরা ও কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ বিভাগ সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা মো: মোশারফ হোসেন, আমন্ত্রিত অতিথি হিসেবে সচেতন নাগরিক সমাজের প্রধান উপদেষ্টা আব্দুস সামাদ প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (এস.ও) ইউনিটের সভাপতি মো: ইসমাঈল হোসেন। এসময় জামায়াতে ইসলামীর এ ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন ফ্যাসিবাদ আন্দোলনের পর জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে এমন একটি পরিবেশ সৃষ্টি হওয়ায় সকলে মহান রবের কাছে শুকরিয়া আদায় করেন।