ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার শিবু মার্কেট নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাদক,সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির মাদবর ও আপেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন সালু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস ভূঁইয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন দেওয়ান।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কে ছাত্র- জনতা দেশ থেকে বিদায় করেছে । কিন্তু তাদের দোসররা ছাত্র লীগ, যুবলীগ বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস চাঁদাবাজি করছে। তাই সন্ত্রাসী চাঁদাবাজি যেন কেউ করতে না পারে সেজন্য সবাই কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মোহাম্মদ জিয়াউল হক জিয়া, মোহাম্মদ লেলিন, সাগর, সানাল, রাজু, বাপ্পি, আনিস, হৃদয়, শামীম, ফয়সাল, সৌরভ, শুভ, রুবেল, আতাউর, রাজন, আমিনুল ইসলাম আমিন, সালে মোহাম্মদ, রিপন, আনোয়ার প্রমুখ।