ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইইনিয়নের উত্তর কাশিপুর সমাজকল্যাণ সংসদ ও দাফন কাফন কমিটির উদ্যাগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৪ই মার্চ বাদ মাগরিব কাশিপুর সমাজ কল্যাণ সংসদ ও দাফন কমিটির সভাপতি সভাপতি কাউসার আহমেদ সুজনের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ফরিদ আহমেদ।
আরো উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ শাহজাহান, মামা রিপন, কাশিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি নুর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই সংগঠনের মাধ্যমে গরীব দুঃখী মানুষের বিনা খরচে লাশ দাফন-কাফন করা হয়। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।