ষ্টাফ রিপোর্টার:
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুর রশিদ আহমেদ। সোমবার (৭ জুলাই) সকাল ১১ টায় বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও জনসাধারণের সমর্থন নিয়ে দায়িত্বভার গ্রহন করেন।
এ সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ব্যাপক আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়।
বিএনপি নেতাকর্মীরা বলেন,বক্তাবলী ইউনিয়ন পরিষদ একজন অভিভাবককে পেলো।
দীর্ঘদিন ধরে ইউনিয়ন কার্যালয়ে থেকে নাগরিক সেবা পেতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল।
আজ থেকে এই দূর্ভোগ নিরসন হয়ে গেলো। নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নিজেকে উজাড় করে দিয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ হাসান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আজাদ ইবলম,বিএনপি নেতা জয়নাল আবেদীন মেম্বার, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ সলিম প্রধান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি সফর আলী,৪ নং ওযয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহসীন বেপারী,বক্তাবলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রহমতউল্লাহ,কৃষক দল নেতা মোঃ হালিম মাদবর,নাজির আহম্মেদ মাদবর,মোঃ কাবাদ হোসেন, ফতুল্লা থানা জিয়া পরিষদের সাবেক সভাপতি মোঃ দুলাল হোসেন সহ এলাকার শতশত গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বিএনপি নেতা ও এলাকাবাসীর উদ্দেশ্যে নব নির্বাচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ আহমেদ বলেন, এই পরিষদ আপনাদের। আপনাদের নির্দেশ মোতাবেক ও সহযোগিতায় আমি সমস্ত উন্নয়নমূলক কাজ করে যাবো। কেউ আমার কাছে অনৈতিক আবদার নিয়ে আসবেন না।
আমি আপনাদের সহযোগিতায় মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো।
মানুষ যেন প্রকৃত সেবা পায় আমি সেই চেষ্টাই করবো। এখানে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না।
যে বরাদ্ধ আসবে আমি ১২ জন মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে আলোচনা করে কোন ওয়ার্ডে আগে বরাদ্ধ দেওয়া যায় সে সিদ্ধান্ত নিয়ে কাজ করবো।
আমি শুধু আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।
–