প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল রবিবার ১১ আগষ্ট অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ২৪.কমে প্রকাশিত “কাশিপুরে ভুমিদস্যু ফজলুর রহমান রাস্তায় দেয়াল নির্মানের অপচেষ্টা” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তির তথ্য প্রদান করায় আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।
মুল বিষয় হচ্ছে,আমি আমার জায়গার ভিতরে দেয়াল করিতে যাই আমার পৈতৃক সম্পত্তির ভিতরে দেয়াল দিতে যাই। আমার ভাই তার মেয়ের জন্য অন্য খতিয়ানে ২ শতাংশ জমি কিনে। আমার পৈতৃক আলাদা। আমাকে দুলন ঢালী তার ছেলে হৃদয় তার মেয়ে তাহামিনা ও তার বউ সেলিনাসহ আমাকে মারতে আসে চাকু রড দিয়া। আমাকে হুমকী দেয় তোকে মামলা করে শেষ করে দিবো। ওর শশুরবাড়ির লোকও হুমকী দেয়।
মোঃ খলিলুর রহমান ঢালী সমাজের দর্পন সাংবাদিক ভাইদেরকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই মিথ্যা সংবাদ প্রকাশ করায়। আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
মো. ফজলুর রহমান
গোয়ালবন্দ,কাশিপুর,নারায়ণগঞ্জ