জাগো নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোপেরবাগ পশ্চিমপাড়া হতে সনমান্দি আমিন মার্কেট পর্যন্ত সংযোগ রাস্তাটি বেহাল দশা হলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ কোন ব্যবস্থা গ্রহন করেনি। ফলে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অথচ গত নির্বাচনে জিন্নাহ এর নির্বাচনী পথ চলা এই গোপেরবাগ গ্রাম থেকে শুরু অথচ কয়েকবার গোপেরবাগ পশ্চিম পাড়া হতে সনমান্দী আমিন মার্কেট পর্যন্ত সংযোগ রাস্তার বিষয়টি তার কাছে তুলে ধরার পরেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
উনি কি বিষয়টি এড়িয়ে যাচ্ছে নাকি এই সব বিষয়টি দেখার গ্রাম পাচ্ছেনা এ প্রশ্ন সচেতন এলাকাবাসীর।
এই রাস্তার কিছু অংশ ভেঙেছে পাঁচ বছর হয়েছে। ৬ নং ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে বিষয়টি কয়েকবার আলোচনায় আসলেও এখনো পর্যন্ত চেয়ারম্যানের কোন সুদৃষ্টি মেলেনি বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে একাধিক বার সাঁকো তৈরি করলেও ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের নজরে আসেনি। অত্যন্ত কষ্টের সহিত আশেপাশের দশ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। জরুরী সময় মুমূর্ষ অসুস্থ রোগী চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে নিতে গেলে অসম্ভব কষ্ট ও বেগ পোহাতে হয়।
এ ব্যাপারে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে বলেন,রাস্তার চলমান কাজ সম্ভবত ভেংঙ্গে গেছে। লোকাল মেম্বার থেকে খোঁজ খবর নিন বলে মোবাইল সংযোগ বিছিন্ন করে দেন।