ষ্টাফ রিপোর্টার:
নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগে প্রভাবশালী এক বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে নিরীহ সজীব ও জুয়েলের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে জাহাঙ্গীর আলম ডালিম গংরা।
এদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে বরং কোর্টে মামলা করার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।
জানা যায়,কুতুবআইল এলাকার হাজ্বী মোঃ সজীব ও জুয়েলগংরা জমি ক্রয় করে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে ভোগ দখল করে আসছিল।
জাহাঙ্গীর আলম ডালিম গংরা জমিটি দখল নিতে ১৯২৭ সালের ভূয়া দলিলের অজুহাতে জমিটি দখলের পায়তারা করে আসছে।।
বুধবার( ১৫ই জানুয়ারি) এ নিয়ে ফতুল্লা মডেল থানায় উভয় পক্ষকে নিয়ে বসা হলেও ডালিমগংরা উপযুক্ত প্রমাণ পত্র দেখাতে পারেননি।
অপরদিকে গত ১২ ই জানুয়ারি রাত তিনটার সময় জাহাঙ্গীর আলম ডালিমের নেতৃত্বে এক থেকে দেড় শতাধিক সন্ত্রাসীরা সজীব ও জুয়েলের ঝুটের গোডাউন দখল করে নিতে লুটপাট করে অন্যান্য মালামাল নিয়ে যায়।
এতে প্রায় ৭০ লক্ষ টাকা মাল নিয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্তরা।
এছাড়াও বিভিন্ন দোকান ও লুটপাট করে জাহাঙ্গীর আলম ডালিমের নেতৃত্বে সন্ত্রাসীরা।
জানা যায়,ফতুল্লা থানা বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতার নাম ভাঙ্গিয়ে নিম্নলিখিত সন্ত্রাসীরা উক্ত ঝুটের গুদাম রাতের আঁধারে লুটপাট, ভাঙচুর চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি সাধন করে। পুলিশ উপস্থিত থাকলেও নিরব ভূমিকা পালন করে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
মৃত সালাউদ্দিন এর পুত্র জাহাঙ্গীর আলম ডালিম রামারবাগ কুতুবপুর, ৯নং ওয়ার্ড, ফতুল্লা, হৃদয় (আপসু হৃদয় )(৩০)পিতা: আবদুল অহিদ রামারবাগ কুতুবপুর, ৯নং ওয়ার্ড, ফতুল্লা, মো:সাইদুল রহমান(৪০)পিতা: আব্দুল হালিম খান পশ্চিম দেওভোগ,মাদ্রাসা রোড, কাশিপুর,৯নং ওয়ার্ড, (দুলাল ভাইয়ের বাড়ি),মোহাম্মদ মনির হোসেন(নিমাই)(৬১) পিতা:ফেলু ফকির পশ্চিম দেওভোগ,মাদ্রাসা রোড, কাশিপুর,৯নং ওয়ার্ড, (দুলাল ভাইয়ের বাড়ি),মাসুম(পাগলা মাসুম)(২৯) পিতা:সাইফুল শিয়াচর, তক্কারমাঠ, ফতুল্লা, পলাশ(২৮)পিতা: আব্দুস সালাম
রামারবাগ, ফতুল্লা, আল আমিন (৩০) পিতা: আলী আজগর রামারবাগ, ফতুল্লা, মোহাম্মদ মারুফ(২৬)পিতা: ফখরুল রামারবাগ, ফতুল্লা,রবিন(৩০) পিতা: মারফত আলী লামাপাড়া , আমলিতলা, কুতুবপুর, ফতুল্লা, সবুজ(২৯) পিতা:সোলেমান হুজুর শিয়াচর, ফতুল্লা, (গিয়াসউদ্দিন মেম্বারের বাড়ির পাশে),রনি(৩০) পিতা: ফারুক মাতবর পূর্ব শিয়াচর, ফতুল্লা, (গিয়াসউদ্দিন মেম্বারের বাড়ির পাশে ).জনি(৩২) পিতা: ফারুক মাতবর পূর্ব শিয়াচর, ফতুল্লা, (গিয়াসউদ্দিন মেম্বারের বাড়ির পাশে ),রনি(৩০)পিতা: কুত্তা কামাল,ঠিকানা:শিয়াচর, কুতুবপুর, ফতুল্লা,সালাউদ্দিন (২৯)পিতা: শাহ আলম শিয়াচর,তক্কারমাঠ, ফতুল্লা, মুন্নি ফার্নিচার , ফয়সাল(৩০)পিতা:আনোয়ার মাস্টার,লাল খা, কুতুবপুর, ফতুল্লা,মহসিন সিপাহী(৫৫)পিতা: মৃত রশিদ মেম্বার,লাল খা,কুতুবপুর, ফতুল্লা , মো: আলাউদ্দিন (৫৫)(কল্পনার জামাই)পিতা: সোনামিয়া,ঠিকানা:পিটি আই রোড, সেলিম সাহেবের ৭তলা বাড়ির পেছনে, ফতুল্লা স্টেডিয়ামের পশ্চিম পাশে সহ ১০০/১৫০ লাঠিয়াল বাহিনী রাতের আধারে সজীব ও জুয়েলের ঝুটের গোডাউন লুটপাট করে মালামাল নিয়ে যায়। থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ। এ ব্যাপারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগীরা।